সিরাজদিখানে দূর্ধর্ষ ডাকাতি

dakatiসিরাজদিখানে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। উপজেলার কেয়াইন ইউনিয়নের মোহনগঞ্জ গ্রামের সুনিল রাজবংশীর বাড়িতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ডাকাতি সংগঠিত হয়।

সুনিল রাজবংশী জানান, বাড়িতে তার স্ত্রী সবিতা রাজবংশী ও ১০ বছরের ছেলে অজিৎ রাজবংশী ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ১ টায়, ৮/১০ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। সীঁদ কেটে ২ জন ডাকাত রমদা ও চাকু নিয়ে ঘরে প্রবেশ করে, তাদের জিম্মি করে ১ লক্ষ ২০ হাজার টাকা, ২ টি স্বর্নের চেইন, ২ জোরা কানের দুল, ২ টি আংটি, ১ টি নদ ও একটি মোবাইল সেট নিয়ে যায়। সবিতা বাধা দিলে তাকে বেধরক মারধর করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সুনিল রাজবংশী বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ করেছেন। সিরাজদিখান থানার এ এস আই ঈমান জানান, অভিযোগ নেওয়া হয়েছে। ব্যাপরটি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

বাংলাপোষ্ট

Leave a Reply