গজারিয়ায় এসিল্যান্ড ও অফিস সহকারীর হাতাহাতি!

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে ঘুষের টাকা নিয়ে এসিল্যান্ড ও অফিস সহকারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এসিল্যান্ড আবু জাফর রিপন ও অফিস সহকারী বশির আহমেদ হাতাহাতিতে লিপ্ত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দুইজনই ঘটনার কথা অস্বীকার করেছেন। তবে গজারিয়া উপজেলার ইউএনও ড. এটিএম মাহবুব-উল-করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসিল্যান্ড সাহেব গত ১৬ এপ্রিল পর্যন্ত ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার কর্মস্থলে যোগদান করেই হট্টগোল পাকিয়ে ফেলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমি সংক্রান্ত মোকদ্দমায় প্রতিটি নথি জমা থেকে এসিল্যান্ডকে ৮শ টাকা করে ঘুষ দিতে হয়। এই ঘুষের টাকা নিয়মিত পেয়ে থাকেন তিনি। অফিস সহকারীর কাছে নথি প্রতি ওই ঘুষের টাকা জমা দিয়ে থাকেন বিচারপ্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলে এই দিনের জমাকৃত নথি ও টাকার অংকের সঙ্গে হিসেবে গরমিল দেখা দিলে বিরোধ বাধে অফিস সহকারী ও এসিল্যান্ডের মধ্যে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

দ্য রিপোর্ট

Leave a Reply