ইমতিয়াজ বাবুল: সিরাজদিখানের সিঙ্গারটেক এলাকায় তোতা মিয়া (১৮) নামের এক অটোরিক্সা চালককে ছুরিকাহত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত তোতা মিয়ার বাড়ি জামালপুর জেলায়। সে সিরাজদিখানের তাজপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছিল।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সিরাজদিখান-বেতকা সড়কের সিঙ্গার্েটক এলাকা থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় অটোরিক্সা চালক তোতা মিয়ার লাশ উদ্ধার করেছে।
তিনি জানান, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এছাড়া লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো পক্রিয়া চলছে।
Leave a Reply