অস্ত্রের মহড়া
ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচঁগাওঁ বাজারের ফারুক মিয়ার দোকানে বিচার শালিশী বৈঠক চলাকালিন সময়ে দু-গ্র’পের সংঘর্ষে রোববার দুপুরে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় অস্ত্র উচিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয় অপরপক্ষ।
জানাগেছে, পাচঁগাঁও মৌজার ১৭ শতাংশ জমি নিয়ে খালেক মোল্লগংদের সাথে রুহুল আমিনগংদের দির্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত জমি নিয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি জগলুল হাওলাদার ভূতু, পাচঁগাও ইউপি চেয়ারম্যান আলি আহমেদসহ স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ শালিশী বসে। শালিশী বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে দু-গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রুহুল আমিন, মনিরুজ্জামান দেওয়ান গ্র“পের কাজল, মনিরবাগ, রিপন সেখ, আজাহার হোসেন, নুর আলম হাওলাদারদের হামলায় প্রতিপক্ষের খালেক মোল্লা, সেলিম মোল্লসহ ৫ জন আহত হয়। আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রেসহ স্থাণীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালিন সময় আজহার হোসেন রিভলবার উচিয়ে প্রতিপক্ষের উপর চড়াও হয়।
টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে খালেক মোল্লা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
Leave a Reply