আমরা পারি – রাহমান মনি

আমরা পারি, সবই পারি
কি না করতে পারি?
অন্যের কথা ধরতে পারি
নিজে কথা বলতে পারি।

ধর্মঘট ডাকতে পারি
ঘরে বসে থাকতে পারি,
অন্যের ঘর ভাংগাতে পারি
ক্ষমতার চোখ রাংগাতে পারি।
অঘটন সব ঘটাতে পারি
বদনাম খুব রটাতে পারি।
দাতাদের চটাতে পারি
আড়ালে পটাতে পারি।
জ্বালাও পোড়াও করতে পারি
দেশ দরদী সাজতে পারি।
দেশ গড়ার অঙ্গীকার
ভেঙ্গে করি সব চুরমার।
গ্রামীণ ব্যাংক গড়তে পারি
পকেটে তা ভরতে পারি।
করতে পারি নোবেল জয়
থাকবে কেন মনে সংশয়?
ইউনুস স্যারের নোবেল জয়ে
উচু হলো শির
বিশ্বাসনের উচ্চ মনে
আমরা হবো বীর।।

টোকিও

Leave a Reply