পঞ্চসার ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতিকে কুপিয়ে জখম

hamla4মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. আসলাম শেখকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে নতুনগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আসলাম শেখ মুন্সীগঞ্জ সদর থেকে নিজ বাড়ীতে যাওয়ার সময় মানিকপুর এলাকা সংলগ্ন নতুনগাঁও পৌঁছলে দু’টি মোটরসাইকেলে করে ৪ জন সন্ত্রাসী আসলাম শেখকে গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের উপুর্যপুরি কোপে আসলাম শেখ মারাত্মক জখম হয়। ওই সময় তার আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় মুন্সীগঞ্জ সদর জনারেল হানপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় মো. অংকন (২৫), মো. শহাজালাল মিজি (২৪), মো. সজল (২৩), মো. আদর (২২) ও চাক্কা মিলন (২১)-কে আসামি করে রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিনিউজ

Leave a Reply