মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদী থেকে ৩ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতর জাটকাগুলো জব্দ করে।
সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টায় শহরের হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটসংলগ্ন ধলেশ্বরী নদীর মোহনায় কোস্টগার্ড ও মৎস্য অধিদফতর যৌথ অভিযান চালায়। এ সময় একটি ট্রলারে ১২টি মাছের ঝুড়িতে মজুদ ৩ হাজার ২০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ ছাড়া সদর উপজেলার ধলাগাঁও বাজারসংলগ্ন স্থান থেকে একটি ইজিবাইক থেকে ২০০ কেজি জাটকাসহ তিন জেলেকে আটক করে মৎস্য অধিদফতর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরাবন তহুরা ভ্রাম্যমাণ আদালতে ওই তিন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
দ্য রিপোর্ট
Leave a Reply