৫ শতাধিক লঞ্চযাত্রীর প্রাণ রক্ষা!

মাঝ নদীতে এমভি সারস ও এমভি শাহাবুদ্দিন নামের ২টি লঞ্চ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। শনিবার বিকেলে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে দুটি লঞ্চের ৫ শতাধিক যাত্রী। নৌ-পুলিশের এসআই মো হাফিজউদ্দিন জানান, বিকেল ৫টার দিকে গজারিয়া লঞ্চঘাটের অদুরে মাঝ নদীতে এমভি সারস

ও এমভি শাহাবুদ্দিন নামের ২টি লঞ্চ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। এ সময় চালকরা একটি চরে লঞ্চ ২টি নোঙর করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

সমকাল

Leave a Reply