ধলেশ্বরী নদীতে ১ হাজার কেজি জাটকা জব্দ

zatka20মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ২টি লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতর। ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ইয়ার-২ ও এমভি রিয়াদ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ সব জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসায় দেওয়া হয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply