অবশেষে গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিচ্ছিন্ন অভিযান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর পয়েন্টে ৫ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস সরবার লাইন বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এই লাইন থেকে সহস্রাধিক অবৈধ সংযোগ দেয়া ছিল। লাইনটির ২ ইঞ্জি ডায়ার ৩শ’ ফুট দীর্ঘ পাইপ লাইন জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত ৪০-৪৫ জনের একটি টিম নিয়ে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ভাটেরচর গ্রামে এই অভিযান চালায়।
এতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন। অভিযান অংশ নেন নারায়ণগঞ্জের সোনারগাঁ জোনাল তিতাস কোম্পানী লিমিটেড। সোনারগাঁ জোনাল মার্কেটিং ম্যানেজার আবু জাফর সুলতান আহামেদ জানান, বিগত ৬ মাস যাবৎ অবৈধ ভাবে গ্যাস লাইন বিতরণ করা হচ্ছে। বৈধ লাইন থেকে আবাসিক সংযোগ চালু করা হয়েছে কিন্তু বিতরণ লাইন সম্প্রসারণ করা হয়নি। অতএব এ বিতরন লাইন সম্পূর্ণ অবৈধ। এবং তার সাথে সকল সংযুক্ত লাইন অবৈধ। তাই আমাদের বৈধ বিতরণ লাইন থেকে অবৈধ লাইনকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
একই সাথে এই অবৈধ লাইন স্থাপনের সাথে জড়িত বেশ ক’জন ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হয়ছে। এই অবৈধ সংযোগের সাথে বড় একটি চক্র জড়িত ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তিনি আরো জানান, এটা একটা চলমান প্রক্রিয়া, যতদিন পর্যন্ত অবৈধ লাইন থাকবে ততদিন এ অভিযান চলবে। এই উপজেলায় ভবেরচর চর সহ আশপাশের এলাকায় আরও অবৈধ লাইন ও বেশ কিছু সংযোগ রয়েছে। দৈনিক মুন্সীগঞ্জে কাগজে এই অবৈধ গ্যাস সংযোগ নিয়ে এর আগে বেশ কয়েকটি অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ হয় এবং ৫ মে দৈনিক মুন্সীগঞ্জের কাগজে‘ তিতাস গ্যাস কোম্পানীর কর্মচারীদের কোটি কোটি টাকার বানিজ্য, গজারিয়ায় ঘরে ঘরে অবৈধ গ্যাস সংযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply