লঞ্চ উদ্ধারে ধীরগতি, স্বজনদের ক্ষোভ

Miraz152মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ ও এর নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে ধীরগতিতে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া লঞ্চটি দিনগত মধ্যরাতেও উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার রাত ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত সময়ে ভেসে ওঠা ৩টি লাশ উদ্ধার করা হলেও, বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের কোনো অগ্রগতি হয়নি। উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’র ক্রেনের তার দিয়ে দুই মাথা বেধেঁ রেখে উল্টো অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটি।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও উল্টো হয়ে ডুবে থাকা লঞ্চটি সোজা (চিৎ) করতে পারেনি উদ্ধারকারীরা।

ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা, একাধিক পুলিশ কর্মকর্তা, নিখোঁজ যাত্রীদের স্বজনরা অভিযোগ করছেন উদ্ধারকর্মীদের ব্যর্থতার জন্যই লঞ্চটি উদ্ধার করতে বিলম্ব হচ্ছে। এমনকি এ উদ্ধার তৎপরতাকে পরিকল্পনাহীন বলেও মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের একাধিক সদস্য।
Miraz152
মুন্সীগঞ্জ সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ব্যাপক আয়োজন নিয়ে যেভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সমন্বয়হীনতা ও সঠিক পরিকল্পনার কারণে উদ্ধার তৎপরতায় বিলম্ব হচ্ছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দেখা যায়, বেশ কয়েকজন ডুবুরি লঞ্চের তলায় দাঁড়িয়ে উদ্ধার তৎপরতার কাজ চালাচ্ছেন। এছাড়া উদ্ধার কাজে অংশ নেওয়া উদ্ধারকারীদের তৎপরতা তেমন নেই বললেই চলে। কখন এ লঞ্চটি উদ্ধার হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না উদ্ধারকারীরা।

এর ফলে নিখোঁজ যাত্রীদের স্বজনদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় এসব স্বজনরা উত্তেজিত হয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলেও মনে করছেন পুলিশসহ সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ড. খন্দকার সামছুজ্জোহা খন্দকার জানান, বাতাসের কারণে মেঘনা নদীতে ঢেউ উদ্ধার তৎপরতায় ব্যাঘাত সৃষ্টি করছে। এছাড়া উল্টো হয়ে থাকা লঞ্চটি এখনও সোজা করতে না পারায় উদ্ধার তৎপরতা কখন শেষ হবে বলা যাচ্ছে না। উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply