মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর গ্রাম ঘেঁষে মেঘনা নদীতে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন চলছে। এ নিয়ে মেঘনা নদীর তীর সংলগ্ন বিস্তীর্ণ কৃষি জমি ভাঙনের আশঙ্কা করছেন নয়ানগর গ্রামবাসীসহ আশপাশের গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীরা অভিযোগ করে জানান, কোটি কোটি টাকা হাতিয়ে নিতে গ্রাম ঘেঁষে ড্রেজারের পাইপের মাধ্যমে এ বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। সরেজমিনে বুধবার দুপুরে ওই গ্রামে গিয়ে ড্রেজারের মাধ্যমে মেঘনা পাড়ের বালু কেটে নিয়ে যাওয়ার চিত্র দেখা দেখা গেছে।
গ্রামবাসীরা জানায়, মেঘনার বালু মহালের ইজারাদার হচ্ছে- নারায়ণগঞ্জের চাঁন মিয়া। তার সঙ্গে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তাই গ্রামবাসীরা ভয়ে প্রতিবাদ করতে পারছেন না।
এ ব্যাপারে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. এটিএম মাহবুব-উল-করীম বলেন, এ রকম অভিযোগ পাওয়ার পর বিকেলে ভূমি অফিসের সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে।
তিনি জানান, মেঘনা নদীতে বালু মহালের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সীমানার বাইরে গিয়ে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইজারাদারের কাছ থেকে জরিমানা আদায়সহ জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply