মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো সাইফুল হাসন বাদলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাগরিকা নাসরিন, এডিএম এ কে এম শওকত আলম মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মো মহিউদ্দিন আহম্মেদ, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মো জামাল হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল প্রমুখ।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী পরিষদ সচিব জনাব মোঃ মোশাররাফ হোসাইন ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ জিল্লার রহমান। উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলা একাদশ।
স্বদেশ
Leave a Reply