মুন্সীগঞ্জে ফরমালিনযুক্ত প্রায় ১৭ হাজার লিচু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টার দিকে জেলা পরিষদ মার্কেটের ফলপট্টি থেকে এসব জব্দ করা হয়। এ সময় ফরমালিনযুক্ত লিচু বিক্রির দায়ে মাসুদ (৩২) ও আব্দুস সামাদ (৪০) নামের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমিনের নেতৃত্বে সকাল ১১টার দিকে শহরের ফলপট্টিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ফরমালিনযুক্ত ১৭ হাজার লিচু জব্দ করা হয়। এতে জড়িত থাকায় ফল ব্যবসায়ী মাসুদ ও সামাদকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জব্দকৃত ফরমালিনযুক্ত ১৭ হাজার পিস লিচু জেলা পরিষদ মার্কেট এলাকায় ধ্বংস করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply