জেলার গজারিয়ায় দৌলদপুর এলাকার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে তেলভর্তি একটি কার্গো। নিখোঁজ কার্গোটি এখন সনাক্তকরা সম্ভব হয়নি। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ডুবে যাওয়া তেলবাহী কার্গো জাহাজটিতে ৩’শ ৯০ টি সয়াবিন তেলভর্তি ড্রাম ছিল।
গজারিয়ার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনাবক্ষে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গজারিয়া থানার এসআই ফজলুল হক জানান, সয়াবিন তেলবাহী কার্গোটি সনাক্তের চেষ্টা চলছে। নারায়নগঞ্জ থেকে বরিশালের ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্বাধীনবাংলা
================
মেঘনায় তেলবাহী ট্রলারডুবি
বুধবার দুপুরে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ৩৯০ ড্রাম সয়াবিন তেল নিয়ে ট্রলারটি ডুবে যায়। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ৩৯০টি তেলের ড্রাম নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে তেলবাহী ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
গজারিয়া থানার এসআই ফজলুুল হক জানান, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৩৯০ ড্রাম সয়াবিন তেল বোঝাই করে ট্রলারটি বরিশালের ঝালকাঠি যাচ্ছিল। পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
এদিকে, দুপুর ১টার দিকে নৌ-পুলিশের একটি টিম মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনাস্থলে পৌঁছেছে।
এসআই ফজলুল হক জানান, তেলবাহী ট্রলারে থাকা ৫ শ্রমিক সাতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এছাড়া এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন কি-না তা এখনও নিশ্চিত নয়।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নদীতে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করার মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে স্থানীয় ডুবুরীরা।
উল্লেখ্য, এর আগে গত ১৫ মে মেঘনা নদীর একই স্থানে যাত্রীবাহী এমভি মিরাজ-৪ লঞ্চটিডুবে গেলে অন্তত ৫৭ জনের প্রানহানি ঘটে।
সমকাল
Leave a Reply