আরিফ হোসেন: শ্রীনগরে ইয়াবা সম্রাট সুলতানকে ছয়মাসের মধ্যে চতুর্থ বারের মতো মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার টেক্কা মার্কেট থেকে ৮০ পিছ ইয়াবা ও ১৮ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে গত ৭ দিন আগে সে জামিনে বেরিয়ে আসে।
পুলিশ জানায়, ঐ দিন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই শওকত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় মাদক বহনের দায়ে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ১৩-৪৮৬৩) ঘটনা স্থল থেকে আটক করে। মোটরসাইকেলটি উপজেলার আরেক মাদক সম্রাট বাঘড়া এলাকার আহাম্মদের ছেলে রাসেলের বলে পুলিশ জানায়।
এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply