আজ বিভাগীয় ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

footballআজ শুক্রবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হতে যাচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় অংশ নেবে স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলা একাদশ। বিকালে টুর্নামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইয়া ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান। এই টুর্নামেন্টকে ঘিরে মফস্বল শহর মুন্সীগঞ্জে উৎসব আমেজ বিরাজ করছে। টুর্নামেন্টের ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহর।

স্টেডিয়াম সাজানো হয়েছে নতুন সাজে। আসন্ন বিশ্বকাপ ফুটবলের আগ মুহুর্তে এই টুর্নামেন্ট এখানে ভিন্ন মাত্রা যোগ করবে। ভেন্যু চেয়ারম্যান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, মফস্বলে ফুটবলের প্রসারে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আয়োজনটি ব্যাপকভাবে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে সভ্যতার জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে চলছে নানা প্রস্তুতি।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply