হামলায় বৃদ্ধাসহ আহত ৩
ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের একটি বসত বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল একই পরিবারের ৩ জনকে আহত করে নগদ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্নালংকার, মোবাইল সেটসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
এদিকে ডাকাতদের হামলায় বৃদ্ধা নারীসহ আহত ৩ জনকে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইছাপুরা ইউপি চেয়ারম্যান মতিন হাওলাদার জানান, বুধবার রাত ২ টার দিকে কালো মুখোশ পড়া ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের আপেল ভুইঁয়ার বাড়ীর ভবনে কল্যাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাতদল বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আপেল ভইুয়ার মা রাজিয়া বেগম (৭৫), ভাই মামিনুল ইসলাম ভুইয়া (৩২), বোন রিমা আক্তারকে (৩০) মারধর করে আতঙ্ক সৃষ্টির পর নগদ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।
তবে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে।
Leave a Reply