৩ সিগারেট বিক্রেতাকে ৫০০ টাকা করে জরিমানা

jorimanaদোকানে প্রকাশ্য স্থানে সিগারেটের প্যাকেট ও চাররঙা পোষ্টার প্রদর্শনের অপরাধে মুন্সীগঞ্জ শহরে বৃহস্পতিবার বিকেলে ৩ পান-সিগারেট বিক্রেতাকে ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় বিকেল ৬ টার দিকে ভ্রাম্যমান আদালত ধুমপান বিরোধী এ অভিযান চালায়। এ সময় পান-সিগারেট বিক্রেতা জাহাঙ্গীর মিয়া, মো: মুনসুর ও ইসমাইল হোসেনকে ৫’শ টাকা করে মোট দেড়-হাজার টাকা জরিমানা করে।

স্যানেটারি ইন্সপেক্টর গাজী আমিন জানান, সাধারনত: পান-সিগারেট বিক্রির টং ও দোকান গুলোতে প্রকাশ্য স্থানে সিগারেটের প্যাকেটসহ চার রঙা বিজ্ঞাপনের পোষ্টার সাঁটানো থাকে।

এ দৃশ্য শিশু-কিশোরদের ধুমপানের প্রতি আকৃষ্ট করে তোলে। এতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালিয়ে বিক্রেতাদের ওই জরিমানা করে।

যমুনা নিউজ

Leave a Reply