মামুনুর রশীদ খোকা: পদ্মা, কীর্তিনাশা ও মেঘনার ভাঙনে মুন্সীগঞ্জে মানুষ ও প্রকৃতি বিপন্ন হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় কম করে হলেও ২০টি অঞ্চল প্রবল ভাঙন কবলিত এলাকা চিহ্নিত হয়েছে। এসব এলাকায় নদীপাড়ের বাসিন্দারা প্রতিবছর ভাঙনের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে।
নদী ভাঙনে একদিকে বসতঘর হারাচ্ছে নদীপাড়ের বাসিন্দারা, অন্যদিকে ফসলি জমি ও গাছপালা বিলীন হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
জেলার প্রবল নদীভাঙন কবলিত এলাকাগুলো হচ্ছে_ টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল-বানারী ও দিঘীরপাড়, লৌহজং উপজেলার ভাগ্যকুল, মান্দ্রা, চারিপাড়া, কামারগাঁও, লৌহজং উপজেলার মাওয়া, মেদেনীমণ্ডল, কুমারভোগ, ঘোরদৌড়, কলমা, গাওদিয়া, লৌহজং-তেউটিয়া, কান্দিপাড়া, ধাইধ্যা, কনকসার এবং গজারিয়া উপজেলার ইস্মানিরচর, দৌলতপুর, হোসেন্দী ও চরচাষী গ্রাম।
প্রবল ভাঙনকবলিত এসব এলকার অধিকাংশ বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা পদ্মা-মেঘনার পেটে চলে গেছে। এ ছাড়াও অল্পস্বল্প করে ভাঙনের শিকার হচ্ছেন জেলার আরও অন্তত ১৫ গ্রামের বাসিন্দা।
পদ্মার ভাঙনে বসত-ভিটে হারিয়ে লৌহজংয়ের মাওয়া ঘাট সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে একটি পরিবারের ঘর-গেরস্থালি
নদী ভাঙনে দক্ষিণ বঙ্গের প্রবেশদুয়ার লৌহজং উপজেলার মাওয়াঘাটে বিপর্যয় দেখা দিয়েছে।
টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও হাসাইল-বানারী বাজার সম্পূর্ণ হারিয়ে গেছে পদ্মার করাল গ্রাসে। প্রায় এক হাজার পরিবার গত ১২ বছরের ব্যবধানে পদ্মার ভাঙনের শিকার হয়ে গৃহহারা হয়েছে।
এসব পরিবারের অনেকেই কামারখোলা-দিঘীরপাড় সড়কে খুপড়ি ঘর তুলে জীবন যাপন করছে।
অবৈধ বালু উত্তোলনের ফলে পদ্মা-মেঘনার পানি প্রবাহের গতি পরিবর্তিত হয়ে ভয়াবহ নদীভাঙন হচ্ছে বলে জানিয়েছেন লৌহজং উপজেলার কান্ধিপাড়া গ্রামের হতদরিদ্র জাহানারা বেগম।
তিনি বলেন, নিজেরাই বাঁশ-বেড়া দিয়ে নদীভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড গত তিন বছরে নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়নি।
এক যুগের ভাঙনে লৌহজংয়ের ধাইধা ও তেউটিয়া গ্রামদুটি এক যুগের ভাঙনে নিশ্চিহ্ন হয়ে গেছে। তা ছাড়া মেদেনীমণ্ডল, গাওদিয়া, কুমারভোগ ইউনিয়নের অধিকাংশই পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে। বিগত এক দশকে লৌহজং উপজেলার অন্তত ২০টি স্কুল ভবনের কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে, কলমা গ্রামের কলমা বাজারের অর্ধেক নদীতে চলে গেছে। কলমা বাজারের বাকি অংশ ও পাঁচ শতাধিক বাড়ি পদ্মার ভাঙনের মুখে রয়েছে।
পদ্মার রাহু গ্রাসে বিলীন হয়ে গেছে ডহুরী বাজারের শতাধিক দোকানপাট। লৌহজং ভূমি অফিসের সূত্রমতে, পদ্মার গ্রাসে গত তিন বছরে প্রায় পাঁচ হাজার একর ফসলি জমি, তিন সহস্রাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। ঢাকা-দোহার সড়কের ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কামারগাঁও-শাইনপুকুর সড়কের সাত কিলোমিটার রাস্তা ভাঙনে হারিয়ে গেছে নদীবক্ষে।
অব্যাহত পদ্মার ভাঙনে দিন দিন বদলে যাচ্ছে লৌহজংয়ের ভৌগোলিক অবস্থান। এর মানচিত্র পাল্টে যেতে বসেছে।
জেলার ভাগ্যকুল এলাকার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী পরিচালক লাভলু মিয়া বলেন, ভাগ্যকুল বাজারের একাংশে পদ্মার ভাঙন ঠেকাতে কয়েক লাখ বালুর বস্তা ফেলা হচ্ছে। লৌহজংয়ের মাওয়াঘাটে ১০-১২ লাখ বালুর বস্তা ফেলার পর এখন তীর সংরক্ষণের কাজ এগিয়ে চলছে। ঘোরাদৌড় এলাকায় পদ্মার পাড়ে ব্লক বসানো হচ্ছে ভাঙন ঠেকাতে।
সমকাল
Leave a Reply