বাল্যবিয়ের শিকার শিশুর আত্মহত্যার চেষ্টা

rapeবাল্যবিয়ের শিকার রুমি আক্তার (১১) নামে এক শিশু যাত্রীবাহী লঞ্চ থেকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জোর করে শিশু রুমি আক্তারকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে বরের বাবা আবুল হোসেন ও ননদ লিমা আক্তারকে আটক করেছে স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমি আক্তারকে উদ্ধার করে এবং তার শ্বশুর ও ননদকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

রুমি আক্তার চাদঁপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, চার মাস আগে চাঁদপুর জেলার পশ্চিম নলডুবি পুরান বাজার এলাকার শহীদ ভুইয়ার মেয়ে রুমি আক্তারের বিয়ে হয় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার যশলং গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বক্কর শেখের (২১) সঙ্গে।

বিয়ের পর শ্বশুর বাড়ির স্বজনরা রুমি আক্তারকে প্রতিনিয়ত বকাঝকা করতেন। এর মধ্যে শিশু রুমি আক্তার ঢাকায় স্বজনদের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার ঢাকা থেকে লঞ্চে করে মুন্সীগঞ্জে ফেরার পথে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে রুমি।

এসময় ননদ লিমা শিশু রুমিকে মারধর করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা তাদের জিজ্ঞাসাবাদ করে বাল্যবিয়ের বিষয়টি জানতে পারে। এসময় রুমি কান্না জড়িত কণ্ঠে তার বাবার বাড়ি চাঁদপুরে যেতে চায়।

এতে স্থানীয়রা মুন্সীগঞ্জ সদর থানা পুলিশে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু রুমিকে উদ্ধার এবং শ্বশুর আবুল হোসেন এবং ননদ লিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সদর থানার উপ পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে। শিশু রুমি আক্তারের বাবা শহীদ ভুইয়াকে খবর দেওয়া হয়েছে। তারা মুন্সীগঞ্জে আসার শিশুটিকে পর হস্তান্তর করা হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply