কুমিল্লায় গজারিয়ার পরিবহন ব্যবসায়ীকে হত্যা

deadsকুমিল্লার দাউদকান্দিতে এক পরিবহন ব্যবসায়ীকে হত্যা করে বাড়ির উঠানে লাশ ফেলে গেছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোরে উপজেলার সতানন্দী গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রেজাউল করিম রেজা (৪৫) পাশের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরচাষী গ্রামের শোয়েব হোসেন বেপারীর ছেলে। তিনি দাউদকান্দি-ঢাকা রুটের গজারিয়া পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক।

দাউদকান্দি পৌরসভার সাবেক কমিশনার আউয়াল হোসেন নিহত রেজার মামা এবং শ্বশুর।বিয়ের পর থেকে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রী আলো আক্তার জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোবাইলে ফোন পেয়ে রেজা গজারিয়া যান। শুক্রবার ভোরে বাড়ির উঠানে রেজার রক্তমাখা লাশ পাওয়া যায়।

দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তার গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

বিডিনিউজ

Leave a Reply