প্রেমের সম্পর্ক নিয়ে মেয়েকে বাবা-মা বকা দেওয়ায় অভিমান করে আশা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় শুক্রবার রাত ৯টার দিকে গজারিয়ার গোসাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের বাবার নাম মো. আলী হোসেন।
মেয়েটি অভিমান করে ৩ দিন উপবাস থাকার পর শুক্রবার মাগরিবের নামাজ আদায় করে কাউকে কিছু না বলে দরজা আটকে কীটনাশক ট্যাবলেট খায়। অনেকক্ষণ মেয়ের কোন সাড়া না পেয়ে বাবা-মা তার কক্ষে গেলে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পায়। তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া পাইলট হাই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ুয়া আশা আক্তারের সাথে একই উপজেলার অন্য একটি গ্রামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। গত কয়েকদিন আগে বিষয়টি তার পরিবারের নজরে পড়লে বাবা-মা মেয়েকে সাবধান করে।
এক ছেলে ও এক মেয়ের মধ্যে একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মা দুজনেই এখন পাগল প্রায়।
ব্রেকিংনিউজ
Leave a Reply