মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ লঞ্চডুবির এক মাস অতিবাহিত হলেও নৌ-মন্ত্রণালয়ের ঘোষিত ক্ষতিপূরণের টাকা পায়নি নিহত ৫৭ যাত্রীর পরিবার। আজ রোববার লঞ্চডুবি ঘটনার ১ মাস পূর্ণ হলো।
লঞ্চডুবির ঘটনায় নিহত যাত্রীদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শরীয়তপুরের সুরেশ্বরের লিটন মিয়া স্ত্রীসহ পরিবারের চার সদস্যকে হারিয়েছেন এ লঞ্চ ডুবিতে। লিটন মিয়া ও সুরেশ্বরের নাজমা বেগমসহ আরো অনেকের দাবি এখনো তারা ক্ষতিপূরণের টাকা পায়নি।
তবে, কেউ কেউ জানিয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা পেয়েছে কিন্তু মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫০ হাজার টাকা তারা পাননি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি শীর্ষ নিউজকে জানান, নিহত যাত্রীদের তালিকা নৌ-মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নৌ-মন্ত্রণালয় থেকে নিহত যাত্রীদের ক্ষতিপুরণের টাকা প্রদানের আশ্বাস দেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। প্রশাসনের তালিকা অনুযায়ী এখন টাকা দেওয়ার দায়িত্ব নৌ-মন্ত্রণালয়ের।
প্রসঙ্গত, গত মে মাসের ১৫ তারিখে এ লঞ্চ ডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৫৮ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ৫৭ লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ১ টি লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলাম দাফন করে।
শীর্ষ নিউজ
Leave a Reply