মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লস্করদী গ্রামে টিকে গ্রুপের সুপার বোর্ড নামে একটি পারটেক্স ফ্যাক্টরির গোডাউনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাটকাঠিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জানাতে পারেনি পুলিশ।
ঘটনার পর থেকে নারায়ণগঞ্জ, সোনারগাওঁ, দাউদকান্দিসহ ফায়ার সাভির্সের ৩টি টিম বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হাসান বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ ও কুমিল্লার দাউদকান্দিনজ ফায়ার সার্ভিসের পৃথক ৩টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি থানা পুলিশও ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
দমকল কর্মীরাদের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। গুদামের ভেতরে মজুদ করা বিপুল পরিমাণ পাটকাঠি থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ করতে কতটুকু সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply