দক্ষিণ ইসলামপুরে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর

hamla4জমি সংক্রান্ত পূর্ব-শত্রুতার জের ধরে শুক্রবার বিকালে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় গৃহবধূ কামিনি বেগমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই এলাকার গিয়াসউদ্দিনের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী এ ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় কামিনি বেগম ও তার বৃদ্ধ মা এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে কামিনি বেগম বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করেনি।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply