টঙ্গীবাড়ীতে র‌্যাব পরিচয়ে পল্লিবাইক ছিনতাই

hjব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও হতে মুক্তারপুর যাওয়ার পথে আটপাড়া নামক স্থানে বুধবার দুপুরে র‌্যাব পরিচয়ে একটি পল্লি-বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় বাইক চালক লিখন(২১) কে গ্রেফতার করেছে।

চালক লিখন জানান, বালিগাঁও বাজার হতে র‌্যাব পরিচয় দিয়ে মুক্তারপুর যাওয়ার কথা বলে দুই ব্যাক্তি বাইকে উঠে বসে। পরে আটপাড়া নামক নির্জন স্থানে তাকে ফেলে রেখে পল্লি বাইক নিয়ে চলে যায় তারা। এ ঘটনায় বাইক মালিক শিপন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। শিপন জানান, লিখনের সহয়তায় উক্ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Leave a Reply