ময়নাতদন্ত ছাড়াই পুলিশের উপস্থিতিতে লাশ দাফন
আরিফ হোসেন: শ্রীনগরে বিয়ের ৫ দিনের মাথায় এক কিশোরী নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর পুলিশের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল দশটার দিকে উপজেলার তিন গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, তিনগাও গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে শান্তা আক্তার (১৩) এর সাথে গত শুক্রবার আটপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মো: নয়ন (২৪) এর পারিবারিক ভাবে বিয়ে হয়। এ বিয়েতে শান্তার সায় ছিলনা। শান্তা বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন জানান, গত মঙ্গলবার দিনও শান্তা বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করে। বুধবার সকাল দশটার দিকে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পর পরই শ্রীনগর থানার এসআই আশরাফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতেই তড়িঘরি করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়।
এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই আশরাফুজ্জামান জানান, কেউ অভিযোগ না দেওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম বলেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply