শ্রীনগরে মাইক্রোর ধাক্কায় ২ শিশু নিহত : আহত ২

raaaaaaঢাকা-দোহার সড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে মাইক্রো চাঁপায় ২ শিশু নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রিকশা আরোহী স্বামী শাহাদাৎ হোসেন (২৭), তার স্ত্রী সোনিয়া আক্তারকে (২২) ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের ২ শিশু সন্তান ফারুক হোসেন (০২) ও আবু বকরকে (৬ মাস) আশংকা জনক অবস্থায় বৃহস্পতিবার রাতে মিডফোর্ট হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মারা যায়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, ঢাকার শাহ-জালাল বিমান বন্দর থেকে যাত্রীবোঝাই করে একটি মাইক্রো ঢাকার দোহার যাচ্ছিল।

পথিমধ্যে শ্রীনগরের জাহানাবাদ এলাকায় দ্রুত গতির মাইক্রোটি বিপরীতগামী রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমগে-মুচড়ে যায়।

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply