ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাহপুর গ্রামে স্ত্রীকে তালাক না দেওয়ায় স্বামী আবুল কালাম (৩০) এর হাত-পা বেঁধে অমানবিক নিযার্তন চালানো হয়েছে। সোমবার রাত ২টা হতে মঙ্গলবার ভোর ৫ টা পর্যন্ত নির্যাতনের পর তাকে শশুর বাড়ির লোকজন গাজাঁ দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
জানাগেছে, সদর উপজেলার মিরেস্বরাই গ্রামের দ্বীন মোহাম্মদ এর ছেলে আবুল কালামের সাথে আবদুল্লাহপুর গ্রামের হবি সেখের মেয়ে নাসিমা বেগমের ১ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। আবুল কালাম গাজিপুর জেলার শ্রীপুর উপজেলার ইশ্রাক ট্রাক্রটাইলস মিলের শ্রমিক। সোমবার সকালে তার স্ত্রী নাসিমা তাকে গাজিপুরে নিয়ে যাওয়ার জন্য খবর দেয়। স্ত্রীর খবর পেয়ে আবুল কালাম শশুর বাড়ি আবদুল্লাহপুর গ্রামে আসলে রাতে তার স্ত্রীকে তালাক দিতে বলে শশুর বাড়ির লোকজন।
এতে সে রাজি না হলে তার স্ত্রীর বড় ভাই তাজুল (৩৫), শশুর হবি সেখ (৫৫), শাশুরী খোরশেদা বেগম (৫০) এবং এলাকার আরো কতিপয় সন্ত্রাসী তাকে হাতে পায়ে বেঁেধ কাঠের দাসা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
পরে তাকে ১ শত গ্রাম গাজাঁ দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। তার মুখ হাত পা পিঠসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। টঙ্গীবাড়ী থানা এসআই খোরশেদ জানান, এলাকাবাসী থানায় খবর দিয়ে ১ শত গ্রাম গাজাঁসহ এই ব্যাক্তিকে ধরিয়ে দেয়।
Leave a Reply