মুন্সীগঞ্জে ইয়াবা বহনের দায়ে কনস্টেবল নাজমুল ইসলাম নামে এক কনস্টেবল নাজমুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার আদালতে হাজির করে নাজমুল ইসলামের জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন আদালত।
পুলিশ জানায়, সোমবার রাতে মুন্সীগঞ্জ গজারিয়ার একটি রেঁস্তোরায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবাসহ গজারিয়া থানার কনস্টেবল নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গত মঙ্গলবার রাতে নাজমুলকে গজারিয়া থানায় হস্তান্তর করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতেই গজারিয়া থানায় মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশীষ সরকার বাদি হয়ে নাজমুলকে আসামি করে মামলা করেন।
অলনিউজবিডি
Leave a Reply