টঙ্গীবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক

balu

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ডহুরী-তালতলা সরকারী খালে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পরেছে। ফলে হুমকির মুখে পড়েছে খালের পাশের শত শত একর কৃষি জমি। এলাকার প্রভাবশালী ভূমি দশ্যূরা ভুমি কর্মকর্তাদের যোগসাজেশে প্রতিনিয়ত এ খাল হতে বালু উত্তোলন করছে। ফলে খালে বিলিন হচ্ছে অসহায় কৃষকের জমি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ইসলামপুর, বালিগাওঁ, তস্তিপুর, শিলিমপুর নামক স্থানে ৪টি ড্রেজার এ খাল হতে অবৈধভাবে বালু উত্তোলন করছে। আরো ২টি ড্রেজার বসানোর প্রস্তুতি নিচ্ছে বালু দশ্যূরা। আষাঢ়ের খরতস্রোতা খাল হতে বালু কর্তনের ফলে পাশের কৃষি জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ক্ষোভে ফুসেঁ উঠেছে ভুক্তভোগী জনগন।

ইসলামপুরের রশিদ মিয়া জানান, বালু কাটার ফলে আমাদের জমি ভেঙ্গে যাচ্ছে। আমরা মাটি কাটতে বাধা দিলেও আমাদের কোন কাথাই শুনছেনা তারা। ভূমি অফিসের লোকজনের কাছে অভিযোগ করেছি। তারা আসলে দু-এক ঘন্টা ড্রেজার বন্ধ থাকে তারপর আবার শুরু হয়।

ভুক্তভোগীরা জানান, ভূমি কর্মকর্তাদের মাসোহারা দিয়েই প্রতিনিয়ত এ খালে বালূ কর্তন করছে এলাকার কতিপয় প্রভাবশালী ভূমিদশ্যূ। বর্তমানে জসিম মিয়া, হারুন ভূইয়া, চঞ্চল শিকদার নামের ভূমি দশ্যূরা এ সমস্ত বালু কর্তন করছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ ব্যাপারে চঞ্চল শিকদার এর সাথে যোগাযোগ করা হলে সে জানায়, এ্যাসিলেন্ড অফিসের অনুমতি নিয়েই বালু কাটছি। অনুমতি পত্র দেখতে চাইলে সে জানায়, এ্যাসিল্যান্ড অফিসে রয়েছে সেখান হতে দেখে নিয়েন।

এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার সংশ্লিষ্ট আড়িয়ল বাজার ভূমি অফিসের তহসিলদার আবুল হাসেমের অফিসে গেলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন করলে সে জানায়, রোববার অফিসে আসেন কথা বলবো। টঙ্গীবাড়ী সহকারী কমিশনার ভূমি রাহেলা রহমতুল্লাহ জানান, গোলাম কবির লাবু শিকদার নামের একজন মাটি কাটার অনুমতি র্কোট থেকে নিয়েছেন। এর বাইরে কেউ মাটি কাটছে কিনা এ মহুর্তে আমার জানা নেই। আমি বিষয়টি দেখছি।

balu

balu-2

balu-3

Leave a Reply