মুন্সীগঞ্জে বাস কাউন্টারে আগুন : আতঙ্ক

fireঢাকা-মুন্সীগঞ্জ রুটে চলাচলকারী দিঘিরপাড় ট্রান্সপোর্ট লিমিটেডের কাউন্টারে আগুন দিয়েছে দুবৃত্তরা। এই বাস সার্ভিসটির ম্যানেজিং ডাইরেক্টর নূর হোসেন জানান, সোমবার গভীর রাতে কে বা কারা মুন্সীগঞ্জের কোটগাঁও লিচু তলার মূল কাউন্টারটি পুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার সকালে এসে ভষ্মিভূত কাউন্টার দেখে শঙ্কিত হয়ে পড়েছে বাস মালিক ও চালকরা।

কারণ কাউন্টারের পাশের বাসগুলো সারি সারিভাবে রাতে পাকিং করা থাকে। দুস্কৃতকারীরা যে কোন সময় এসব বাসে আগুন দিলে ব্যাপক ক্ষতি সাধিত হবে। তাছাড়া বাসের ভেতরে শ্রমিকরা ঘুমন্ত থাকে। বাসে আগুন দিলে এসব শ্রমিকদেরও জান মালের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে সদর থানায় একটি জিডি করা হয়েছে। পুড়ে যাওয়া কাউন্টারের পাশে আরও দু’টি বাস কোম্পানীর কাইন্টার রয়েছে। তবে সেগুলো রয়েছে অক্ষত। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply