সাম্প্রতিক টুকরো কবিতা – রাহমান মনি

ভোট
তোমার ভোটটা আমি নেব
যাকে খুশী দিয়ে দেব
কি লাভ গিয়ে কষ্ট করে?
ভোটের বাক্স উঠবে ভরে।

আমরা চালাই রাস্ট্রযন্ত্র
মুখের কথাই গনতন্ত্র
সম্মান থাকতে কেটে পড়
উল্টো পথে রাস্তা ধর।

বিশ্বকাপ
চারদিকে খুব উম্মাদনা
সবাই বলে ফুটবল জ্বর
নেই নিজেদের অংশগ্রহন
তারপরেও কাঁধে ভর।

আর্জেন্টিনা আর ব্রাজিলে
মাতে দর্শক সাজে দেশ
এটাই যেন অংশগ্রহন
বিশ্বকাপে বাংলাদেশ।

Leave a Reply