মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর ও হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় দু’টি কারখানায় অভিযান চালিয়ে ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় বিসিক শিল্প নগরীর ‘মাস্টার ব্রেড’ ও শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নামবিহীন আরেকটি মুড়ি ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিনের নেতৃত্বে ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়।
তিনি জানান, অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মাস্টার কারখানার মালিক আব্দুল মালেককে ৫০ হাজার টাকা এবং মুড়ি কারখানায় আয়োডিনবিহীন লবণ ব্যবহার করায় তার মালিক বাছেদ মোল্লাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্য রিপোর্ট
=============
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৮ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর বিসিক ও শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় পৃথক দু’টি অভিযানে ব্রেড, মুড়ি ও ময়দা ফ্যাক্টরির তিন মালিককে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত বিসিক শিল্প নগরীর মাস্টার ব্রেড ও শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মুন্সীগঞ্জ ফ্লায়ার নামে ময়দা ও অপর আরেকটি নাম বিহিন মুড়ি ফ্যাক্টরীর মালিককে রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার (এস.আই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল-আমিনের নেতৃত্বে রমজান মাসে ভেজাল বিরোধী এ অভিযান পরিচালিত হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মাস্টার ব্রেড ফ্যাক্টরীর মালিক আ: মালেককে ৫০ হাজার টাকা, আয়োডিন বিহীন লবন ব্যবহার করায় মুড়ি ফ্যাক্টরীর আ: বাছেদ মোল¬াকে ৮ হাজার টাকা ও উৎপাদনের মেয়াদ ব্যবহার না করায় ফ্লায়ার ফ্যাক্টরীর মালিক মঈনউদ্দিন মাসুদকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এবিনিউজ
Leave a Reply