ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় রাফি বেপারী (১৬) নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার কনসার্সা প্রাইভেট ক্লিনিকে মৃত্যুরবন করেছে বলে জানা গেছে।
নিহত রাফি বেপারী সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারেক বেপারীর ছোট ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে রাফি বেপারী সিরাজদিখানের কুচিয়ামোড়া থেকে সৈয়দপুর সড়ক দিয়ে মটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে মটর সাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মটর সাইকেল আরোহী রাফি বেপারী গুরুতর আহত হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে কনসার্স ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টার সে মৃত্যুবরন করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply