যত্রতত্র গরু-ছাগল জবাই!

cowGমুন্সীগঞ্জে যত্রতত্র গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি চলছে। অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির কারণে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। খোদ জেলা শহরের এমন ময়লা পরিবেশে গরু ছাগল জাবাই ও বিক্রি হচ্ছে যা না দেখলে বিশ্বাস করা যাবে না। দুর্গন্ধের কারণে প্রধান সড়কের স্থান পাড়ি দেয়া কঠিন। নাক না ধরে যাওয়া যায় না। পুশু জবাইয়ের তদারিকিও যথাযথ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাঁড় বাজারে নির্দিষ্ট স্থানে মাংস বিক্রি ও গরু-ছাগল জবাই করা হচ্ছে না। এতে দিনের পর দিন পরিবেশ বিনষ্ট হলেও কর্তৃপক্ষ নির্বিকার। যত্রতত্র পশু জবাই করে পরিস্কার না করার কারণে পুতিগন্ধময় অবস্থা বিরাজ করছে। এ রকম অবস্থা বিরাজ করঝে জেলার অন্যান্য হাট বাজারেও। প্রতিটি উপজেলা, পৌরসভা এবং জেলা পর্যায়ে স্যানেটারী ইন্সপেক্টর থাকলেও তাদের দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন উঠছে।

অভিযোগ রয়েছে-তাদের সাথে আতাঁত করেই এক শ্রেণির কসাই ও মাংস ব্যবসায়ী জনস্বাস্থ্যকে হুমকীর মুখে ঠেলে দিচ্ছে। স্যানেটারী ইন্সপেক্টদের দায়িত্বহীনতার কারণেই জেলায় ঝুকিপূর্ণ মাংসসহ নানা ভেজাল খাদ্য বিক্রি হচ্ছে দেদাড়ছে।
cowG
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. কাজী শরিফুল আলম জানান, তার অধীনে থাকা জেলা ও উপজেলা পর্যায়ের স্যানেটারী ইন্সপেক্টদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে দায়িত্ব যথাযথভাবে পালনে এবং ভেজাল প্রতিরোধে। কিন্তু পৌরসভার স্যানাটারী ইন্সপেক্টরা পৌর মেয়রের অধীনে। মুন্সীগঞ্জ শহরের অবস্থা আসলেই খারাপ এখানে স্যানাটারী ইন্সপেক্টরা সঠিক দায়িত্ব পালন করনে কি না তানিয়ে তিনি নিজেই প্রশ্ন তোলেন।

এদিকে শহরের বাজার এলাকার কসাইখানা সরিয়ে নেয়া এবং পরিবেশ স্বাস্থ্যকর করতে সঠিক দায়িত্ব পালনে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। স্যানাটারী ইন্সপেক্টরকেও যথাযথভাবে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে বলে জানান মুন্সীগঞ্জ পৌর মেয়র একেএম ইরাদত মানু। এদিকে পরিচ্ছন্ন পরিবেশ, বাজার মনিটরিং এবং ভেজাল রোধে পৃথক ৩টি কমিটি গঠন করে জেলা প্রশাসন এব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে বলে জানান, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। ইতোমধ্যে এই ৩টি কমিটি কাজ শুরু করেছে।

স্বদেশ

Leave a Reply