ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জ সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিত পাড়ায় মোঃ মুক্তার হোসেন (৩০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মুক্তার হোসেনের শশুরবাড়ি কোলা ইউনিয়নের রক্ষিত পাড়া গ্রামের নিজ ঘড়ে এ ঘটনা ঘটে। জামাতা মুক্তার হোসেন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লালচা গ্রামের মোঃ আমিন শেখের ছেলে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল বাসার জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তারের শালীকা ও তার স্ত্রী মুক্তার কে অচেতন অবস্থায় ঘড়ে বসে থাকতে দেখে পাশের ষোলঘড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। তারা লাশ নিয়ে বাড়ি আসলে বাড়ির আশপাশের লোকজনের সন্দেহ হয়। তারা বেলা ১২টার দিকে এলাকার চেয়ারম্যান, মেম্বারকে খবর দেন। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
স্থানীয় সূত্র জানায়, নিহত মুক্তার হোসেন মুন্সীগঞ্জ আমতলা এলাকায় বাসা ভাড়া থাকত এবং রাজ মিস্ত্রির কাজ করত। মুক্তারের স্ত্রী লাসমি কয়েকদিন আগে বাপের বাড়ি সিরাজদীখানের কোলা গ্রামে আসলে মুক্তার রোববার বিকালে শশুরবাড়ি আসেন। গত ৪ বছর পূর্বে সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিত পাড়ার মৃত আফি লস্করের মেয়ে লাসমির সাথে বিয়ে হয়। তাদের ঘড়ে কোন সন্তান নেই। কোলা ইউনিয়নের ৬নং ওয়াডের সদস্য একই গ্রামের মোঃ আক্কাস আলী জানান, নিহত জামাই মুক্তার হোসেনর গলায় দাঁগ রয়েছে।
Leave a Reply