বিদ্যুৎ চুরির অপরাধে ২ অটোরিকশা গ্যারেজকে জরিমানা

chorrrrবৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জ সদরে বিদ্যুৎ চুরির অপরাধে অটোরিকশা গ্যারেজের ২ মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিকেল ৪ টার দিকে সদর উপজেলার দক্ষিন কাগজীপাড়া ও উত্তর রামগোপালপুর এলাকাস্থ ২ টি অটোরিকশা গ্যারেজে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আল-আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিন কাগজীপাড়াস্থ অটোরিকশা গ্যারেজের মালিক মো: কুতুবউদ্দিনকে (৪৬) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উত্তর রামগোপালপুর এলাকাস্থ অটোরিকশা গ্যারেজ মালিক মো: কাইয়ুমকে (৬৫) আরো ১০ হাজার টাকা জরিমানা করেন।

অটোরিকশা গ্যারেজ মালিকদ্বয় বিদ্যুত চুরি করে তার গ্যারেজের বেশ কয়েকটি ব্যাটারি চালিত অটোরিকশায় বৈদ্যুতিত চার্জ দিয়ে আসছিল।

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply