ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে গজারিয়ায় মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে গজারিয়া যুব সংগঠনের উদ্ধ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা চট্রগ্রাম মহাসগকের ভবেরচর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে হয়।

উক্ত মানব বন্ধনে গজারিয়ার সর্বস্থরের সাধারন মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচীর শুরুতে গাজায় নিহতের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাফেজ আবু হানিফ, হাফেজ মো:শামিম, মাহবুব, ফিরুজ প্রমূখ। এসময় বক্তারা, অবিলম্বে গাজায় নিরাপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হত্যা ও হামলা বন্ধের দাবী জানান। মানব বন্ধন শেষে নিহতের আত্মার মাকফেরাত কামনা করে দোয়া করা হয়।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply