প্রায় ১০ বছর জেল খাটার পর মুক্তি পেয়ে প্রতিশোধ নিল শ্রীনগর উপজেলার দুই ডাকাত। গত শুক্রবার তাদের নেতৃত্বে একটি সন্ত্রাসীদল এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শ্রীনগর উপজেলার আলমপুর গ্রামের জাকির হোসেন ও মো. রুবেল নামের দুই ডাকাত ২০০৪ সালে দুটি অস্ত্র, ককটেল, গুলিসহ পুলিশের কাছে ধরা পড়ে। ডাকাতির প্রস্তুতির কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। প্রায় ১০ বছর জেল খাটার পর কয়েক মাস আগে তারা মুক্তি পায়। তাদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অপরাধে তারা একই গ্রামের আবেদ আলীর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। গত শুক্রবার সন্ধ্যায় তারা সেই সুযোগ পেয়ে যায়।
এ সময় আবেদ বাড়ি ফেরার পথে আলমপুরের রাস্তায় তাদের নেতৃত্বে মনির, পলাশ, সবুজ, বুলবুল, সিরাজসহ একটি সন্ত্রাসীদল মনিরের বাড়ির কাছে তাঁর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাঁকে শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আহত ব্যক্তির পক্ষ থেকে শ্রীনগর থানায় মামলা করা হবে বলে জানা গেছে। তবে শ্রীনগর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে এখনো তিনি কিছু জানেন না।
কালের কন্ঠ
Leave a Reply