ব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার হাটকান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে আলু ব্যাবসায়ীর ৩ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বত্তরা। আলু ব্যাবসায়ী হাটকান গ্রামের মোশাররফ হাওলাদার জানান, সে আলু কিনার জন্য বাড়ি থেকে ৩ লক্ষ টাকা নিয়ে মাকহাটি কোল্ডষ্টোরে যান। আলু কিনতে না পেরে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ি ফিরার পথে হাটকান প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে পিস্তল ঠেকিয়ে উক্ত টাকা ছিনিয়ে নিয়ে যায় হাটকান গ্রামের সন্ত্রাসী লিটন মাদবর ও জিএম হাওলাদার।
এ সময় তাকে মারধর করে জখম করা হয়। এ ঘটনায় মোশাররফ হাওলাদার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply