মুন্সীগঞ্জে সরকারি রাস্তায় গাছ কর্তন কার্যক্রম স্থগিত

treegমুন্সীগঞ্জে সামাজিক বনায়নের গাছ বিক্রির নামে মুন্সীগঞ্জে সরকারি রাস্তার গাছ অবাধে কাটার অভিযোগে এর সকল কার্যক্রম স্থগিত করেছেন জেলা প্রশাসক। একই সাথে ঘটনা তদন্তে রবিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

সদর উপজেলার ধলাগাঁও বাজার হতে আজিমপুরা সড়ক, টঙ্গীবাড়ি উপজেলার মালদা থেকে কামারখারা সড়ক এবং গজারিয়া উপজেলার হারিখালি সেতু থেকে করিম খাঁ সড়কে অবাধে গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় বন বিভাগ বলছে, তাদের চিহ্নিত করা গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি হয়েছে। সেই গাছই কাটা হচ্ছে। কিন্তু এলাকাবাসী অভিযোগ, অবাধে রাস্তার পাশের এই গাছ কেটে নেয়া হচ্ছে। ছোট বড় সব ধরণের গাছ কাটার কারণে পরিবেশ পড়বে হুমকির মুখে। এক শ্রেণির বন কর্মকর্তা ও কর্মচারীর সাথে আঁতাত করে এই গাছ লুট করা হচ্ছে।
treeg
সামাজিক বনায়নের মাধ্যমে মুন্সীগঞ্জ সদর, সিরাজদিখান, টঙ্গীবাড়ি ও গজারিয়া উপজেলার সাড়ে ১৩ কিলোমিটার রাস্তার গাছ কাটার অনুমতি পেয়েছে বলে দাবী করেছে স্থানীয় বন বিভাগ। এর মধ্যে তিন কিলোমিটার এলাকায় গাছ কাটা শুরু হয়েছে। এদিকে অভিযোগ পেয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল রোববার তাৎক্ষনিক এই গাছ কাটার সকল কার্যক্রম স্থগিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে অধিদপ্তরের উপপরিচালক এবং সংশ্লিষ্ট ইউএনও নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন।

রোববার বিকালে সদর উপজেলার ধলাগাঁও বাজার হতে আজিমপুরা সড়ক পর্যন্ত গাছ কর্তন এলাকা পরিদর্শন করে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার জানান, গাছ কাটার সত্যতা পাওয়া গেছে।

তবে চিহ্নিত করা গাছের বাইরে অবাধে কি পরিমাণ গাছ কাটা হয়েছে তা খোঁজখবরসহ গোটা প্রক্রিয়াটি সম্পর্কে তদন্ত করা হচ্ছে। গাছ বিক্রি টেন্ডারের মাধ্যমে করার কথা বলা হলেও এই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।

বাংলাপোষ্ট

Leave a Reply