ঈদগাঁহ ও মসজিদ কমিটির সংঘর্ষে আহত ৭

eidgaজেলা সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে ঈদগাঁহ ও মসজিদ কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া ও পাল্টাধাওয়ার ঘটনায় সাতজন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে জামে মসজিদের দরজা ও জানালা। আহতদের স্থানীয় প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মসজিদের পরিধি বাড়াতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বনিক্যপাড়া ঈদগাঁহ পরিচালনা কমিটি ও ভট্টাচার্যে্যরবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির মধ্যে সংঘর্ষ চলে।

মুক্তারপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন সংঘর্ষ ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বনিক্যপাড়া ঈদগাঁহ ও ভট্টাচার্য্যেরবাগ জামে মসজিদটি পাশাপাশি। ঈদগাঁয়ের কিছু জায়গা জুড়ে মসজিদের পরিধি বাড়ানোর কাজ হাতে নেওয়া হলে মঙ্গলবার ঈদগাঁহ কমিটি তাতে বাধা দেয়।
eidga
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

দ্য রিপোর্ট

Leave a Reply