চরপাথালিয়া গ্রামে অস্ত্রের মুখে গৃহবধুকে ধর্ষন

rapeধর্ষককে পুলিশে সোর্পদ
মুন্সীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর গৃহবধুকে ধর্ষন করেছে। বুধবার রাতে গজারিয়ার চরপাথালিয়া গ্রামে এ লোম হর্ষক ঘটনা ঘটে। পরে বিষয়টি প্রকাশ হলে বৃহস্পতিবার সকালে লম্পট আতিকুর রহমানকে গনপিটুনি দিয়ে আটক করে পুলিশের সোর্পদ করেছে গ্রামবাসী।

ধর্ষিতা গৃহবধু চরপাথালিয়া গ্রামের সৌদিআরব প্রবাসী আহাম্মদ আলীর ছেলে এবং লম্পট আতিকুরের সম্পর্কে মামী হয় বলে জানা গেছে।

জানা গেছে, গজারিয়া উপজেলার চরপাথালিয়া গ্রামের সৌদিআবর প্রবাসী আহম্মদ আলীর স্ত্রী ও গৃহবধুকে বুধবার রাতে বৈদ্যারগাঁও গ্রামের মৃত হজরত আলীর ছেলে আতিকুর রহমান (২৬) তারাবি নামাজের সময় বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এ সময় লম্পট আতিকুর রহমান জোরপূর্বক গৃহবধুকে রাতভর কয়েক দফা ধর্ষন করে।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে গ্রামবাসী লম্পট আতিকুর রহমানকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

এ ঘটনায় ধর্ষিতার ভাশুর বাদী হয়ে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় দাখিল করা পক্রিয়া চলছে। আসামী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

বিডিপ্রেস

Leave a Reply