গত বৃহস্পতিবার বিকাল ৪টায় বালুয়াকান্দি হাইওয়ে রোডের পাশে সিকদার পাম্প সংলগ্ন মরহুম সামছুদ্দিন প্রধানের অফিসে গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্বাচনী সহিংসতায় নিহত সামছুদ্দিন প্রধান ও মাহাবুবুল আলম ঝোটন হত্যার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন ও শোক প্রস্তাব গ্রহন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক (মিঠু), অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মহসিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন প্রধান, অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান (সাগর)। এতে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply