আরাফাত মুন্না: মাওয়ার অদূরে মাঝ পদ্মায় এমএল পিনাক-৬ লঞ্চটি ডুবে যাওয়ার ৭ দিন পার হলেও এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লঞ্চমালিক স্থানীয় বিএনপি নেতা এবি সিদ্দিক ওরফে কালু এখনও গ্রেফতার হয়নি। কালু গ্রেফতার না হওয়ার কারণ হিসেবে পুলিশ বলছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, স্থানীয় একাধিক সূত্র বলছে, কালুর ব্যবসায়িক পার্টনাররাই জানে কালুর সন্ধান, যাঁরা স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাঁরা তাকে শেল্টার দিচ্ছেন বলেই অভিযোগ।
এছাড়াও মামলার বাদী বিআইডব্লিউটিএ’র কর্মকর্তার অসহযোগিতা তো রয়েছেই। জনকণ্ঠের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া বাদী হয়ে গত ৫ আগস্ট সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং থানায় মামলাটি দায়ের করেন। কিন্তু এরপর থেকে তিনি আর মামলার বিষয়ে কোন খোঁজ খবর নেননি। যদিও বাদী হিসেবে পুলিশের সঙ্গে তাঁর সর্বক্ষণিক যোগাযোগ রাখার কথা। বরং মামলা দায়েরের আগেই তিনি লঞ্চমালিককে গা-ঢাকা দেয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। তাঁর পরামর্শেই পিনাক-৬ এর মালিক বাড়িঘরে তালা দিয়ে সপরিবারে গা-ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
মামলার প্রধান আসামি লঞ্চমালিক এবি সিদ্দিক কালু জাহাঙ্গীর ভূইয়াকে নিয়মিত মাসওয়ারা দিতেন বলেও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলো আরও জানিয়েছে, মাওয়া-কাওড়াকান্দি রুটে চলাচলরত ৮৭টি লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। পিনাক-৬ ডুবে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেও এসব চিত্র দেখা গেছে। অতিরিক্ত যাত্রীবাহী এসব লঞ্চ টাকা দিয়েই বৈধতা নেয় জাহাঙ্গীর ভূইয়ার কাছ থেকে। অধিকাংশ লঞ্চ মালিকের কাছ থেকেই নিয়মিত মাসওয়ারা নেন বিআইডব্লিউটিএ’র এই পরিবহন পরিদর্শক।
লঞ্চমালিক কালু বিএনপি নেতা হয়েও এখনও গ্রেফতার না হওয়ার কারণ হিসেবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পিনাক-৬ এর মালিক এবি সিদ্দিক কালু বিএনপি নেতা হলেও তিনি ব্যবসা করেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে। ঢাকা-মাওয়া রুটে চলাচল রত সবচেয়ে বড় পরিবহন কোম্পানি ইলিশ পরিবহনের অন্যতম একজন মালিক এই কালু। যে পরিবহন কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা। এবি সিদ্দিক কালু মেদিনীম-ল ইউনিয়নের বিএনপি নেতা এবং ইলিশ পরিবহনের সভাপতি শেখ আলী আকবর একই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি। ইলিশ পরিবহনের সাধারণ সম্পাদকও মেদিনীম-ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, গত বৃহস্পতিবার পিনাক-৬ এর মালিক এবি সিদ্দিক কালুর ছেলের বিয়ের দিন নির্ধারণ ছিল। লঞ্চডুবির পর সেই তারিখ পরিবর্তন করা হয়। মাওয়া-কাওড়াকান্দি রুটে চলাচলরত একটি লঞ্চের মালিক নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে বলেন, কালুর ছেলের বিয়ে ঢাকায় গোপনে সম্পন্ন হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারাই তাকে ঢাকায় গোপনে ছেলে বিয়ের কাজ শেষ করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, কালুর ব্যবসায়িক পার্টনার আওয়ামী লীগ নেতারা অবশ্যই কালুর সন্ধান জানে। তারাই কালুকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে।
গত ৪ আগস্ট সোমবার মাওয়ার অদূরে মাঝ নদীতে প্রায় তিনশত যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামক লঞ্চটি। এর পর গত ৫ আগস্ট বিআইডব্লিউটিএ‘র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া বাদী হয়ে মুন্সীগঞ্জে লৌহজং থানায় পিনাক-৬ এর মূল মালিক মনিরুজ্জামান খোকন, ক্রয়সূত্রে মালিক এবি সিদ্দিক ওরফে কালু, কাওড়াকান্দি ঘাট ইজারাদার আব্দুল হাই সিকদার এবং লঞ্চের তিন কর্মচারীসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মালা দায়ের করেন।
মামলার এজাহারে জানা গেছে, গত ৪ আগস্ট ২০১৪ আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় দুইশতাধিক যাত্রী নিয়ে মাদারীপুর জেলার কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমএল পিনাক-৬ (এম ১৫১২৭) আনুমানিক বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন পদ্মা নদীতে যাত্রীসহ ডুবে যায়।
এতে অধিকাংশ যাত্রীর প্রাণহানি হয়। এজাহার থেকে আরও জানা গেছে, বেঁচে যাওয়া যাত্রীদের নিকট থেকে জানা গেছে, ঘটনার দিন কাওড়াকান্দি ঘাট থেকে ১৭০ থেকে ১৮০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ছেড়ে আসে। এর কিছুক্ষই পর শিবচর থানাধীন বাংলাবাজার (কাঁঠালবাড়ী) ঘাটে ভেড়ে। সেখান থেকে আরও ৫০ থেকে ৬০ জন যাত্রী ওঠানো লঞ্চটিতে।
এজাহারে থাকা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসার প্রায় দুই ঘণ্টা পর পদ্মা নদী পাড়ি দেয়ার সময় মাওয়া ঘাট থেকে দেড় কিলোমিটার দূরে স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে। এ সময় নিচ তলার জানালা দিয়ে ঢেউয়ের পানি লঞ্চে প্রবেশ করে। লঞ্চটিতে পানি প্রবেশের পর যাত্রীরা ভয়ে আতঙ্কে এদিক ওদিক নড়াচড়া করতে থাকে। এক পর্যায়ে লঞ্চটি কাত হয়ে পদ্মায় ডুবে যায়।
এজাহারে আরও বলা হয়েছে, নৌযানে দক্ষ চালক নিয়োগ না করার জন্য এম এল পিনাক-৬ এর মূল মালিক মনিরুজ্জামান খোকন ও বর্তমান মালিক এবি সিদ্দিক কালু দায়ী। আরও বলা হয়, এম এল পিনাক-৬ নৌযানে যাত্রী ধারণ ক্ষমতা ৮৫ জন হলেও অতিরিক্ত প্রায় ১৯০ থেকে ২০০ জন যাত্রী তুলে নৌযানটিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরিচালনার করে দুর্ঘটনায় পতিত হওয়ার জন্য কাওড়াকান্দি ঘাটের ইজারাদার আব্দুল হাই সিকদার, মূল মালিক মনিরুজ্জামান খোকন, ক্রয়সূত্রে মালিক এবি সিদ্দিক কালু, সুকানি (হুইল চালক) গোলাম নবী বিশ্বাস ও গ্রিজার (ইঞ্জিন চালক) সবদর মোল্লা দায়ী।
এজাহারে পিনাক-৬ লঞ্চটি ক্রয়-বিক্রয়ের পরও মালিকানা সংক্রান্ত রেজিস্ট্রেশন সনদ সংশোধন না করার জন্য নৌযানটির পূর্বের মালিক মনিরুজ্জামান খোকন ও ক্রয়সূত্রে মালিক এবি সিদ্দিক কালুকে দায়ী করা হয়েছে।
মামলার অগ্রগতির বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জনকণ্ঠকে বলেন, মামলা দায়েরর পর থেকেই আমরা লঞ্চ মালিক এবি সিদ্দিক ওরফে কালুকে খুুঁজে বেড়াচ্ছি। তবে কোথাও তার সন্ধান পাচ্ছি না। লঞ্চমালিক ঘরবাড়ি তালা দিয়ে সপরিবারে পালিয়েছে। তিনি বলেন, কালু যে মোবাইলটি ব্যবহার করত সেটিও বর্তমানে বন্ধ। তার কললিস্ট সংগ্রহ করা হয়েছে। ওসি তোফাজ্জল আরও বলেন, বর্তমানে তার মোবাইলে অন্য কোন সিমকার্ড ব্যবহার করা হচ্ছে কি-না, আইএমই সার্চের মাধ্যমে তা যাচাই করার চেষ্টা চলছে।
মামলার বাদী তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি মামলা দায়েরের পর থেকে আর যোগাযোগ করেননি।
জনকন্ঠ
Leave a Reply