পিনাকের মালিক আবু বকর সিদ্দিক চট্টগ্রামে গ্রেপ্তার

pinak-owner--ab-siddique_EDমুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর মালিক আবু বকর সিদ্দিক কালুকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচাক জিয়াউল আহসান জানান, বুধবার ভোর সোয়া ৩টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ হাইজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, “আবু বকর হাউজিংয়ের ওই বাসায় আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে ঢাকা থেকে আসা র‌্যাবের একটি দল র‌্যাব-৭ কে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালায়।”

পিনাকের মালিককে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলেও এই র‌্যাব কর্মকর্তা জানান।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে ঢাকায় র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে যাওয়ার পথে গত ৪ অগাস্ট পদ্মায় ডুবে যায় পিনাক-৬ নামের লঞ্চটি।
pinak-owner--ab-siddique_ED
ওই ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাকমালিক আবু বকর, লঞ্চের সারেং ও সুকানিসহ ছয় জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভূইয়া।

লঞ্চমালিক আবু বকর সিদ্দিক মেদিনীমণ্ডল ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার বাড়ি মাওয়া ঘাটের কাছে দক্ষিণ মেদিনীমণ্ডল গ্রামে।

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ‘মাওয়া এক্সপ্রেস’ লঞ্চের মালিকানাতেও তার অংশীদারিত্ব আছে বলে লঞ্চ মালিক সমিতির নেতারা জানান।

আট দিনেও পদ্মায় ডুবে যাওয়া লঞ্চের অবস্থান সনাক্ত করতে না পারায় গত ১১ অগাস্ট তল্লাশি অভিযান সমাপ্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের তথ্য অনুযায়ী, লঞ্চডুবির পর এ পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন স্থান থেকে মোট ৪৬টি লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬১ জন।

এদিকে, কয়েকশ যাত্রী নিয়ে পিনাক-৬ ডুবে যাওয়ার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। এই কমিটি সোমবার মাওয়া ঘাটে গিয়ে ওই লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেয়।

বিডিনিউজ

Leave a Reply