মাওয়ায় লঞ্চ ডুবি
মাওয়ার পদ্মায় এমএল পিনাক-৬ লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটি-এর দায়ের করা মামলার আসামি লঞ্চ মালিক আবু বকর সিদ্দিক কালু ও ছেলে ওমর ফারুক লিমনের রিমান্ড শুনানি আজ সোমবার।
সোমবার দুপুরের মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর- রশিদ রিমান্ডের শুনানি করবে বলে এ তথ্য জানান কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুদ্দুসুর রহমান।
তিনি আরো জানান, বৃহস্পতিবার পিনাক-৬ লঞ্চের মালিক ও শনিবার তার ছেলেকে লৌহজং থানা পুলিশ মুন্সীগঞ্জ আদালতে হাজির করে উভয়ের জন্য সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে হাজির করে। তবে আদালত সোমবার রিমান্ডের শুনানীর দিন ধার্য করে তাদের জেল হাজতে প্রেরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জুলহাস জানান, অতিরিক্ত যাত্রী বহনের কারণে পদ্মায় এমএল পিনাক-৬ লঞ্চটি ডুবে যাওয়ায় বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে লঞ্চ মালিকসহ ছয়জনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা রুজু করে। এরপর থেকে গাঁ ঢাকা দেয় মালিক ও তার পরিবার।
উল্লেখ্য, গত ৪ আগস্ট মাওয়ার অদূরে পদ্মায় এমএল পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনা ঘটে।
শীর্ষ নিউজ
Leave a Reply