শ্রীনগরে মা-মেয়র বিষপানে মেয়ের মৃত্যু!

deadরবিবার শ্রীনগরে মা-মেয়ের বিষপানের ঘটনায় মেয়ে অর্পিতা আক্তার দিপা (১৩) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করে। শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, বাঘড়া স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী অর্পিতা ও তার মা শেলিনা আক্তার (৩০) ঝগড়া করে বিষপান করে। মেয়ে মারা গেলেও শেলিনাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানান।

বাঘড়া গ্রামের অর্পিতর বাবা মান্নান সারেং এক বছর আগে প্রবাসে মৃত্যু বরণ করেন। এই মৃত্যুর পেছনেই রহস্য লুকিয়ে রয়েছে বলে এলাকাবাসী দাবী করেছে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply